প্রকাশিত: Mon, Dec 19, 2022 6:43 AM আপডেট: Tue, Apr 29, 2025 5:44 AM
ভারতের কাছে ১৮৮ রানের হার বাংলাদেশের
এল আর বাদল: ম্যাচের পঞ্চম দিন শুরুর ৪৮ মিনিটের মাথায় ভারতের কাছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হারলো বাংলাদেশ। প্রথম তিন দিনেই চট্টগ্রাম টেস্ট একরকম নিজেদের করে নিয়েছে ভারত। শেষ দুদিন ছিলো কেবল আনুষ্ঠানিকতা। চতুর্থ দিন রানের ব্যবধান কমাতে সাকিবরা যার পরনাই লড়লেও পঞ্চম দিনের শুরুতে ৩২৪ রানে অলআউট হলে বাংলাদেশ টেস্ট হারে ১৮৮ রানে।
শনিবার ৬ উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ৪০ রানে, আর মেহেদী হাসান মিরাজ ৯ রানে উইকেটে ছিলেন। রোববার পঞ্চম দিন অবশ্য একদমই সুবিধা করতে পারেননি মিরাজ। ৪৮ বলে ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে ফিরে গেছেন তিনি। তারপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন সাকিব। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয় তার ব্যাট।
কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে কুলদিপ যাদবকে সুইপ করতে গিয়ে বোল্ড হন বাংলাদেশের অধিনায়ক। ১০৮ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কার মার। দলীয় ৩২০ রানে ফিরে যান সাকিব। বাকি দুই উইকেটের পতন ছিলো কেবলই সময়ের ব্যাপার। ব্যতিক্রমী কিছু করেও দেখাতে পারেননি এবাদত হোসেন ও তাইজুল ইসলামরা। এবাদতের উইকেট নেন কুলদিপ, আর তাইজুলকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। ভারতের বোলারদের মধ্যে ৭৭ রান খরচায় অক্ষর চারটি ও ৭৩ রানে তিনটি উইকেট নেন কুলদিপ। একটি করে উইকেট নেন সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টের প্রথম ইনিংসে ভারত করে ৪০৪ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে আবারও ব্যাটিং করে ভারত। শুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে তারা। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
